খাসির মাংসের খিচুড়িতেও ভোটার যাচ্ছে না: রিজভী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুহুল কবির রিজভী / ছবি: বার্তা২৪

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রুহুল কবির রিজভী / ছবি: বার্তা২৪

খাসির মাংসের খিচুড়ি রান্না করেও সরকার ভোটারদের ভোটকেন্দ্রে আনতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘এই সরকারের (আওয়ামী লীগ) মিডনাইট নির্বাচনে খাসির মাংস দিয়ে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু কেউ যাচ্ছে না। ভোটকেন্দ্র শূন্য, নির্বাচনে মানুষ যাচ্ছে না।'

বিজ্ঞাপন

রোববার (২৪ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘মিডনাইট সরকারের এই নির্বাচন নিয়ে কিছু বলার নেই। আমরা নির্বাচন বর্জন করেছি। ভোটার শূন্য নির্বাচন করে তারা আনন্দ পাচ্ছেন কিনা আপনারা (সাংবাদিকরা) তাদের প্রশ্ন করবেন। এটা আমরা জানতে চাই।’

তিনি আরও বলেন, ‘সরকার মিডনাইট নির্বাচন করার কালে দেশে এবং বিদেশে আস্থা এসেছে যে, এই সরকার মধ্যরাতে বা সন্ধ্যারাতে নির্বাচন করে। এই নির্বাচন শুধুমাত্র বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে করতে পারে। সুতরাং এই নির্বাচনে জনগণের আস্থা নেই। জনগণ সেই নির্বাচনে যাবে, যেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করে।’