প্রণব মুখার্জির সঙ্গে জেবেল রহমান গানির সাক্ষাৎ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উপমহাদেশের প্রবীণ রাজনীতিবিদ ও ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি’র (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি।

ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাওয়ায় সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে তিনি বাংলাদেশের জনগণ ও দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

শনিবার (২ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানান ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

তিনি জানান, সম্প্রতি ভারত সফরকালে নয়াদিল্লীর ১০ রাজাজি মার্গের বাসভবনে গিয়ে দেশটির সাবেক রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন ন্যাপপ্রধান।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/02/1551515808857.jpg

এ সময় তাদের দু’জনের মধ্যে উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক মজলুম জননেতা মওলানা ভাসানী ও মশিউর রহমান যাদু মিয়াকে নিয়ে আলোচনা হয়। উপমহাদেশ ও বাংলাদেশের রাজনীতি এবং দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়েও মতবিনিময় হয়।

ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, প্রণব মুখার্জির ভারতরত্ন অর্জনের অহংকার সমগ্র বাঙালির। তিনি ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তা দুই দেশের জনগণই শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে।