সুপারিশ বাস্তবায়ন না হওয়ার জবাব চাইলেন ড. কামাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শোকসভায় বক্তৃতা দিচ্ছেন ড. কামাল হোসেন, ছবি: বার্তা২৪

শোকসভায় বক্তৃতা দিচ্ছেন ড. কামাল হোসেন, ছবি: বার্তা২৪

নিমতলী অগ্নিকাণ্ডের পর ১৭ দফা সুপারিশ বাস্তবায়ন না করে কেনো কালক্ষেপণ করা হলো, এর জবাব চেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে এক শোকসভায় সভায় তিনি এসব কথা বলেন। চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে নাগরিক শোক সভাটির আয়োজন করে গণফোরাম।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, 'নিমতলীর অগ্নিকাণ্ডের পর ১৭ দফা সুপারিশ করা হয়েছিল। সেগুলো বাস্তবায়ন হয়নি। কেনো হয়নি? সবাই মিলে আমরা জবাব চাই। এই ৯ বছরে কি করা হয়েছে? আর এই (চকবাজাররের) ঘটনা ঘটার সাথে সাথে কি করা হচ্ছে? পুরান ঢাকাকে হুমকির মুখ থেকে সরানোর কথা বলা হয়েছে। এই দশ দিনের মধ্যে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আগামীতে কি পদক্ষেপ নেওয়া হবে সেগুলো আমরা জানতে চাই। পরিকল্পিতভাবে এই ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচতে কি করা হচ্ছে, কৈফিয়ত চাই।'

গণফোরামের সভাপতি বলেন, 'জনগণ দেশের মালিক। সে হিসেবে আমরা জবাব চাইতে পারি। এটা আমাদের সাংবিধানিক অধিকার।'

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'ক্ষমতায় থেকে ৯ বছরে কি করেছেন আপনারা? আমি বলব না যে আপনারা ঘুমিয়েছিলেন। আপনারা একদম যে ঘুমিয়েছিলেন না এর প্রমাণ আপনাদের দিতে হবে। এই কয়েক দিনে কিছুই করা হয়নি। যারা ক্ষমতায় থাকে তারা অনেক কিছু করতে পারে। তারা যদি কোনো পদক্ষেপ নিতেন তাহলে এতোগুলো প্রাণ মৃত্যুর হাত থেকে বাঁচতো।'

একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বলেন, 'কত লোক মারা গেছে তা নিয়ে সংশয় রয়েছে। অনেকে অভিযোগ করেছেন লাশের প্রকৃত সংখ্যা জানানো হচ্ছে না।'

শোকসভায় আরও উপস্থিত ছিলেন, জে এস ডির সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাঈদ প্রমুখ।