খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে ফিরোজায় বিএনপি নেতৃবৃন্দ

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চিকিৎসার জন্য লন্ডনে যাবার আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে ফিরোজায় এসেছেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ।

রোববার (৫ জানুয়ারি) রাতে ফিরোজায় বিএনপি নেতৃবৃন্দ আসেন। পরে রাত ৯টা ১২ মিনিটে দলটির চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার, মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন

উল্লেখ্য, সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ারবাসের এ-৩১৯ বিশেষ অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এসময় ডাক্তার সহ প্রায় ১৫ জনের একটি প্রতিনিধি দল তার সঙ্গে থাকবেন।

বিজ্ঞাপন