বিতর্কিত সিলেবাস ধর্মহীনতার ষড়যন্ত্র: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী ও খুনি শেখ হাসিনা সরকার বিতর্কিত শিক্ষা সিলেবাস প্রণয়নের মাধ্যমে এ দেশের জনগণকে ধর্মহীন করে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করেছিল। ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে 'শরিফ শরিফা' নামক গল্পের মাধ্যমে ট্রান্সজেন্ডার ধারণাকে প্রমোট করার চেষ্টা এবং মাধ্যমিক পর্যায়ের বই থেকে চার খলিফার জীবনী তুলে দেওয়ার মতো পদক্ষেপ তারা নিয়েছিল। তবে এদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ জনতার প্রতিবাদের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।
বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের আয়োজনে এক বিশাল আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৩ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মহাসম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বর্তমান কেয়ারটেকার সরকারের প্রতি বিগত সরকারের ২০১২ সালের বিতর্কিত শিক্ষা সিলেবাস বাতিলের আহ্বান জানান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল সাইয়্যেদ হাসান আশজাদ মাদানি (ভারত)। হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি, মাওলানা জুনায়েদ আল হাবিব,যুগ্ম মহাসচিব, মাওলানা মামুনুল হক ও মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি, আল্লামা নুরুল হুদা ফয়েজী, চরমোনাই মাদ্রাসার মুহাদ্দিস, মাওলানা নুরুল আলম সিদ্দিকী।
এ সম্মেলনে দেশের বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সবাই ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অধিকার রক্ষার প্রতি জোর দেন।