গাইবান্ধায় জামায়াত-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় জামায়াত সমর্থিত মহদীপুর ইউনিয়নের চেয়ারম্যানের ওপর অনাস্থা আনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা পরিষদ গেট এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ীর উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের জামায়াত সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের বিষয়গুলো নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থার অভিযোগ দেয় ওই ইউনিয়নের ইউপি সদস্যরা। তবে, অনাস্থা আনার বিষয় নিয়ে আজ উপজেলা পরিষদে সমঝোতা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিয়াকত ইসলাম মোবাইল ফোনে জানান, চেয়ারম্যানের ওপর অনাস্থা আনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিনএনপির পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান মোবাইল ফোনে বার্তা২৪.কমকে বলেন, ওই ঘটনায় আমাদের সাত থেকে আটজন জামায়াতের কর্মী-সমর্থক আহত হয়েছেন। তবে এই মূহুর্তে তাদের নাম বলতে পারছি না।

ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো মোবাইল ফোনে বার্তা২৪.কমকে জানান, বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদে বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ওই জেরেই তাদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আহত প্রশ্নে তিনি জানান, আহতদের বিষয়ে হাসপাতালে খবর নিতে পারিনি, কেউ আহত হয়েছে কিনা বা কতজন আহত হয়েছে এই মূহুর্তে বলতে পারছি না।