র‍্যালিতে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বিএনপির র‍্যালিতে যোগ দিতে ইতোমধ্যেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও আশেপাশের এলাকায় জড়ো হয়েছেন নেতাকর্মীরা।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে র‍্যালিটি শুরু হবে।

বিজ্ঞাপন

সরেজমিনে নয়াপল্টন এলাকা ঘুরে দেখা যায়, র‍্যালিতে যোগ দিতে ঢাক মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের জেলা বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হচ্ছেন। ইতিমধ্যে নয়াপল্টন, কাকরাইল ও ফকিরাপুলসহ আশপাশের এলাকার অলিগলিতে নেতাকর্মীদের ভির চোখে পড়েছে। এসময় কেউ কেউ আবার স্লোগান দিচ্ছেন।

র‍্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। 

বিজ্ঞাপন

সেখানে সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। র‍্যালি শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হবে। জুমার নামাজ শেষে নয়াপল্টন কার্যালয়ের সামনে র‍্যালির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।