দলীয় মার্কা মুক্ত নির্বাচন চায় জাসদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মানববন্ধন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (নুরুল আম্বিয়া) / ছবি: বার্তা২৪

মানববন্ধন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (নুরুল আম্বিয়া) / ছবি: বার্তা২৪

উপজেলাসহ সকল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা মুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (নুরুল আম্বিয়া)।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘উপজেলাসহ সকল স্থানীয় নির্বাচনে দলীয় মার্কা মুক্ত করা হোক। এতে এমপিদের প্রভাব কমবে।’

নাজমুল হক বলেন, ‘বর্তমানে এমন অবস্থা হয়েছে, বিএনপির লোক মারা গেলে আওয়ামী লীগের লোক সে জানাযায় যেতে ভয় পায়। দলীয় বিভক্তির কারণে আজকে দেখা যাচ্ছে, সে অমুক দলের লোক, তাকে সুযোগ সুবিধা কম দেওয়া হোক অথবা আইনের মারপ্যাঁচে ফেলে তাকে কিভাবে হেস্তনেস্ত করা যায় সেই ব্যবস্থা করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ মানববন্ধনের পক্ষ থেকে আজকে সবার কাছে আহ্বান জানাই, আসেন একসঙ্গে আওয়াজ তুলি দলীয় মার্কা মুক্ত নির্বাচন চাই। আমরা যদি সবাই আওয়াজ তুলি, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করি অবশ্যই স্থানীয় নির্বাচনকে দলীয় মার্কা মুক্ত করবেন।

মানববন্ধনে আরও ছিলেন কার্যকরী সভাপতি মহিউদ্দিন খান বাদল, স্থানীয় কমিটির সদস্য ডক্টর মুশতাক হোসেন, আনোয়ারুল ইসলাম বাবু।