বিপদ কাটেনি, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, বিপদ এখনো কাটেনি। সবাইকে ঐকবদ্ধ থেকে সতর্ক থাকতে হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, কিশোরগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। সারাদেশের মধ্যে এ জেলা থেকেই ১৬ শতাংশ ধান উৎপাদন হয়ে থাকে৷ এই জেলাকে আরো সম্ভাবনাময় করতে ২০-২৫ শতাংশ ধান উৎপাদন যেনো করতে পারে তার জন্য কাজ করতে হবে।

বেকার ও তরুণ প্রজন্মের জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে দেশের জন্য কাজে লাগাতে হবে। এছাড়াও তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পনিরের প্রশংসা করে বলেন, এটি একটি ভালো জিনিস। এর প্রচার প্রসার কম থাকায় ভালো করে পরিচিত করা যাচ্ছে না। এই শিল্পকে বিশ্বের কাছে পরিচিত করে তুলতে হবে। তাহলে একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে ওঠবে।

বিজ্ঞাপন

এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে শহরমুখী হয় হাজার হাজার নেতাকর্মী৷ ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে দীর্ঘদিন পর জেলায় বাধাহীন সমাবেশ করেছে বিএনপি। দীর্ঘ ১৫ বছর পরে এমন বাধাহীন সমাবেশ করতে পেরে উচ্ছাস প্রকাশ করেন নেতাকর্মীরা৷

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম জনসভায় সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সহ জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।