আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের: মুফতি ফয়জুল করীম

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসলামপন্থীদের বাংলাদেশ গড়ার জন্য নব্য চাঁদাবাজ ও বৈষম্যের সংস্কৃতি রুখে দিতে যোগ্য নেতৃত্বে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর, শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সম্মেলনে শায়খে চরমোনাই প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় মুফতি ফয়জুল করীম বলেন, ২৪'র গণঅভ্যুত্থানের পরেও সমাজে বৈষম্যের অস্তিত্ব স্পষ্ট। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে, আন্দোলনকর্মীদের পরিবারে, এবং বিভিন্ন শ্রেণী-পেশায় বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। তিনি জনগণ এবং শিক্ষার্থীদেরকে সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে সবসময় সচেতন থাকার পরামর্শ দেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা ইউসুফ আহমাদ মানসুর বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরেও দেশে চাঁদাবাজি, লুটপাট বন্ধ হয়নি। শহীদ পরিবারের প্রতি বৈষম্যমূলক আচরণ আন্দোলনের উদ্দেশ্যকে ব্যর্থ করতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যে আন্দোলনের শহীদদের আত্মত্যাগে দেশ মুক্ত হয়েছে, তাদের পরিবার এবং আহতদের যথাযথ সম্মান ও সহযোগিতা না দিলে এটি দুঃখজনক পরিণতি ডেকে আনবে। তাই ছাত্রদের প্রতি আহ্বান, নিজেদের ব্যক্তিগত ও দলীয় চিন্তাধারার ঊর্ধ্বে উঠে জাতির কল্যাণে কাজ করতে হবে।

জেলা সভাপতি এম.এম. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এবং বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। সভায় বক্তারা ছাত্রদের কর্মক্ষমতা ও দায়িত্বশীলতা বাড়ানোর আহ্বান জানান।

সফল সম্মেলনের পর ২০২৫ সেশনের নতুন বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়। নেতৃবৃন্দ তাদের নতুন দায়িত্ব গ্রহণ করে ইসলামপন্থী ঐক্যের প্রত্যয় ব্যক্ত করেন।