শেখ হাসিনার বিচারের দাবিতে শহীদ মিনারে ছাত্রদলের অবস্থান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শেখ হাসিনার বিচারের দাবিতে শহীদ মিনারে ছাত্রদলের অবস্থান

শেখ হাসিনার বিচারের দাবিতে শহীদ মিনারে ছাত্রদলের অবস্থান

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে শহীদ মিনারে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রদল।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ঢাকা শহীদ মিনারে কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে অবস্থান নেয়।

বিজ্ঞাপন

অসস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা গত একমাসে ছাত্র জনতার ওপরে শেখ হাসিনার সরকার যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তার বিচার দাবি করেছে।

ছাত্রদলের নেতাদের দাবি, স্বৈরাচার শেখ হাসিনা তার ক্ষমতা চিরস্থায়ী করতে গণ আন্দোলনে গুলি চালিয়েছে। এতে শত শত সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ঢাকা মহানগর ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা যোগ দেয়।