দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আ.লীগের পতন হয়েছে: মির্জা ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আবু সাঈদের কবর জিয়ারত করছেন মির্জা ফখরুল ইসলামসহ নেতাকর্মীরা

আবু সাঈদের কবর জিয়ারত করছেন মির্জা ফখরুল ইসলামসহ নেতাকর্মীরা

দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে রংপুরের পীরগঞ্জ মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবসপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

কবর জিয়ারত শেষে আবু সাঈদকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, সাহসী বীরের মত বুক পেতে নির্মমভাবে পুলিশের গুলিতে নিহত হয়েছেন আবু সাঈদ। এই দৃশ্য সকলের দেখা ধামাচাপা দেয়ার কোনো সুযোগ নেই। সাঈদের মত আরও অনেক শিক্ষার্থী ও জনতাকেও জীবন দিতে হয়েছে। সেই খুনিদের বিচার হবেই, তরুণদের তাজা রক্ত বৃথা যেতে পারে না।

কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বিএনপির মহাসচিবসহ দলীয় নেতাকর্মীরা আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলে আবু সাঈদের পরিবারের সদস্যসহ এলাকাবাসী সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। পরে তার আগমনে এলাকাবাসীর উৎসুক ভিড় জমে।

এসময় উপস্থিত বিএনপির নেতৃবৃন্দসহ সকলেই আবু সাঈদের কবর জিয়ারত করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম শিক্ষার্থী ছিলেন। তিনি আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন।