৮ ফেব্রুয়ারি বিএনপির জনসভা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নয়াপল্টনে দলীয় কর্মসূচি ঘোষণা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী/ ছবি: বার্তা২৪.কম

নয়াপল্টনে দলীয় কর্মসূচি ঘোষণা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী/ ছবি: বার্তা২৪.কম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের মুক্তি ও একাদশ সংসদের অধিবেশন শুরুর প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বিএনপি।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

রিজভী বলেন, 'আগামীকাল (বুধবার) ভুয়া ভোটের সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এই কালিমালিপ্ত ভুয়া ভোটের সংসদের প্রতিবাদে আগামীকাল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।’

‘এছাড়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশের বিভিন্ন কারাগারে অন্যায়ভাবে কারান্তরীণ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা নূরে আরা সাফা, আমিনুল ইসলাম প্রমুখ।