ঐক্যের ডাক মেনে নেওয়ার কোনো কারণ নেই: মির্জা ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জাতীয় ঐক্যের ডাক মানুষের মেনে নেওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকরা তার কাছে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, 'জাতীয় ঐক্যের ব্যাপারে উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যে ডাক দিয়েছেন সেটাকে মানুষ তো মেনে নেওয়ার কোনো কারণ নেই। কারণ তারা (সরকার) যে বিষয়টা নির্বাচনের সময় দেখিয়েছেন। আমাদের সঙ্গে যে সংলাপ হলো তখন তিনি যে কথাগুলো ‍দিয়েছিলেন, সেই কথা উনি রাখতে পেরেছেন? একটাও রাখতে পারেননি, রাখেননি।’

বিএনপি মহাসচিব বলেন, আজকে যে কথাগুলো (জাতীয় ঐক্য, সংসদে যাওয়া) উনি বলছেন, এগুলো কথার কথা, এগুলো উনি সব সময় বলেন। আমরা তো ফলাফলই প্রত্যাখান করেছি; সেখানে নতুন করে শপথ নেওয়া ও পার্লামেন্টে যাওয়া এই বিষয়ে তো কোনো প্রশ্নই উঠে না।’

‘তার (প্রধানমন্ত্রী) বক্তব্যে প্রথমে যেটা মনে হয়েছে, উনি একটা গিল্টি কনসাস থেকে বক্তব্যটা রেখেছেন। মনে হয়েছে যে, তার কোথাও একটা মনে হচ্ছে যে, বিষয়টা ঠিক হয়নি। একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। সেই ব্যাখ্যা উনি দিয়েছেন।’

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ভয়ে প্রকৃত ঘটনায় কেউ যেতে চাচ্ছেন না। মিডিয়াও বলছে না, অন্যান্যরাও সহজে বলতে ভয় পাচ্ছেন। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক যে মিডিয়া, পলিটিক্যাল এরেনা, বিভিন্ন দেশ থেকে যে সমস্ত বক্তব্য এসেছে তাতে করে এটা প্রমাণিত হয়ে গেছে যে, এই নির্বাচন কোনো নির্বাচনই হয়নি। এটা একটা কঠিন তামাশা হয়েছে জাতির সঙ্গে, জাতির সঙ্গে ক্রুয়েল মকারি।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘বক্তব্যে উনি (প্রধানমন্ত্রী) যে ফিরিস্তিগুলো দিয়েছেন, উনার ইশতেহারের ফিরিস্তি, উনার কাজের ফিরিস্তি এখানে তো বিরাট রকমের গরমিল রয়েছে।’

‘এই যে উন্নয়নের কথা বলা হচ্ছে এটা পুরোপুরি তো ধোঁকার উন্নয়ন। কিছু মানুষ বড়লোক হচ্ছেন। পত্রিকায় রিপোর্টও এসছে যে, বাংলাদেশের ধনীর সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আর গরিব আরও গরিব হচ্ছে।’

আরও পড়ুন: আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য: প্রধানমন্ত্রী