‘নির্বাচনে না যাওয়ায় আক্রোশের শিকার হচ্ছেন মেজর হাফিজ’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার প্রলোভনে সাড়া না দেওয়ায় সরকারের আক্রোশের শিকার হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বুধবার (৬ মার্চ) সকালে মেজর হাফিজের বনানীর বাসভবনে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এ কথা বলেন।

বিজ্ঞাপন

আব্দুল মঈন খান বলেন, সরকার পরিকল্পিতভাবে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আর এ কারণেই দেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সহ-অবস্থান প্রয়োজন বলে দাবি করেন সাবেক এই মন্ত্রী।

তিনি বলেন, ক্ষমতায় থাকতে সরকার প্রতিহিংসা দিয়ে দেশে রাজনীতির যে অপসংস্কৃতি তৈরি করেছে, তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। তিনি জানান, বিএনপির নেতাকর্মীদের কারাগারে নিয়ে আন্দোলন দমানো যাবে না।