আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলীয় প্রধান শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবন ত্যাগ করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। এরপরই শুরু হয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দলীয় প্রধান।

বিজ্ঞাপন

গণভবনে প্রবেশের সোয়া এক ঘণ্টা পর বেলা ১০ টা ৫০ মিনিটে মনোনয়ন প্রত্যাশীরা গণভবন থেকে বের হয়ে আসেন।

এ সময় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় প্রধানের সাক্ষাৎ পেয়ে তারা খুশি। দলীয় মনোনয়ন চাওয়া এক হাজার ৫৪৯ জনের মধ্য থেকে দলীয় প্রধান যে ৪৬ জনকে মনোনয়ন দেবেন, সবাই তা মেনে নেবেন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বেলা ১২টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে ৪৮ জন সংরক্ষিত আসনের প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।