আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা ও প্রার্থীদের সাক্ষাৎকার বুধবার  

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

 

আওয়ামী লীগ-এর মনোনয়ন বোর্ডের সভা ও সংরক্ষিত আসনের প্রার্থীদের সাক্ষাৎকার আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণভবনে নেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পৃথক দুইটি সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল ১০টায় গণভবনে সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুর ১২টায় সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এতে আরও জানানো হয়, মনোনয়ন প্রত্যাশী গণভবনে সাক্ষাৎকার দিতে আসা প্রার্থীগণকে গণভবনে প্রবেশের জন্য মনোনয়নপত্রের স্লিপ অংশটুকু প্রদর্শন করতে হবে এবং লেক রোডের গেইট দিয়ে গণভবনে প্রবেশ করতে হবে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর মাননীয় সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।