এবার সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনলেন মাহি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহিয়া মাহি

মাহিয়া মাহি

দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি রাজশাহী বিভাগের বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।  

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন তিনি।

বিজ্ঞাপন

রাজশাহী বিভাগের বুথের দায়িত্বশীল এক নেতা তা নিশ্চিত করে জানান, মাহিয়া মাহির পক্ষে ফরম সংগ্রহ করেছেন তার প্রতিনিধি। তার ফরম নাম্বার ছিল ১৬৬২।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তার প্রতীক ছিল ট্রাক।

বিজ্ঞাপন