সংরক্ষিত আসনে ৮১০ ফরম বিক্রি, আ. লীগের আয় ৪ কোটি টাকা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দ্বাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনে মোট ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এতে দলটির আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান।

বিজ্ঞাপন

প্রথম দিনে সরাসরি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮১০ জন। এর মধ্যে ঢাকা বিভাগ ২৭৫ টি, ময়মনসিংহে ৬২টি, সিলেটি ২৬টি , চট্টগ্রামে ‌১৪৯টি, রংপুরে ৭৩ টি, রাজশাহীতে ৮৯টি, খুলনা‌তে ৭৭টি ও বরিশাল বিভাগে ৫৬টি। যা থেকে আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। দ্বাদশ সংসদে থাকা ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য তাদের পক্ষ থেকে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন। ফলে আওয়ামী লীগ তাদের দলের এবং স্বতন্ত্রদের মিলে ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবে। বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি (জাপা)।