আ.লীগের শান্তি সমাবেশ স্থগিত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মঙ্গলবারের শান্তি সমাবেশ ও মিছিল কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর দফতর সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ৩০ জানুয়ারি (মঙ্গলবার) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও মিছিলটি দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কর্মসূচি নিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

 

বিজ্ঞাপন

 

এর আগে সোমবার (২৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলো, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বিএনপি জামাতের সন্ত্রাসী ও সরকার বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে তেঁজগাও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর নিজস্ব কার্যালয় এর সামনে সমাবেশ ও শান্তি মিছিল করবে।

উল্লেখ, একই দিনে বিএনপি কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে।