আ. লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে নির্ধারিত সময়ের আগেই বঙ্গবন্ধু এভিনিউতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল।

শনিবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ মঞ্চের একেবারেই সামনে অবস্থান নিয়েছেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি আওয়ামী লীগের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের পক্ষেও স্লোগান দিতে থাকেন।

যুব মহিলা লীগের পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ সমাবেশস্থলে এসেছেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। তাদের কণ্ঠেও শোনা যায় বিএনপি বিরোধী ও আওয়ামী লীগের পক্ষের স্লোগান।

বিজ্ঞাপন