বিকেলে ঢাকায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আ.লীগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিকেলে ঢাকায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আ.লীগ

বিকেলে ঢাকায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আ.লীগ

শান্তি ও গণতন্ত্র সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (২৭ জানুয়ারি) বিকেল ৩ টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। 

এদিকে শনিবার (২৭ জানুয়ারি) কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও এ মিছিল করবে।

বিজ্ঞাপন