নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়বে: মেনন

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়বে বলে জানিয়েছেন বরিশাল-২ আসনে ১৪ দল মনোনীত প্রার্থী রাশেদ খান মেনন।

রোববার (৭ জানুয়ারি) সকালে বরিশালের বানারীপাড়া উপজেলার বানারীপাড়া কলেজ কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

রাশেদ খান মেনন বলেন, বিএনপি-জামায়াত দেশের বিভিন্ন জায়গায় খড়কুটো জ্বালিয়ে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে, এর কোনো প্রভাব নির্বাচনে পড়বে না। ১০টার পর থেকে ভোটারদের উপস্থিত বাড়বে। নির্বাচনে ৬০ শতাংশ ভোটার অংশগ্রহণ করবে। এ সময় তার সঙ্গে স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বরিশালের ৬টি আসনে নির্বাচনের মাঠে মোট ৩৩ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস এবং বরিশাল-২ আসনে মনিরুল ইসলাম নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। যদিও মনিরুল ইসলাম সরে গিয়ে নৌকাকে সমর্থন দিয়েছেন।

অপরদিকে জেলায় মোট ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন, নারী ভোটার ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন। ৮২৭টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।