নির্বাচন নিয়ে এখন কিছু বলব না: খালেদা জিয়া

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া/ ছবি: বার্তা২৪.কম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া/ ছবি: বার্তা২৪.কম

সদ্য সমাপ্ত একাদশ সংসদ নির্বাচন নিয়ে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন কিছু বলবেন না বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) মামলায় হাজিরা শেষে তাঁকে কারাগারের ভেতরে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুপুর ১২টা ১০ মিনিটে খালেদা জিয়া আদালতে আসেন। তার পরনে সাদা শাড়ি ও বেগুনি রংয়ের ওড়না ছিল। সোয়া ১২টায় আদালতের কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

খালেদা জিয়া আদালতকে বলেন, 'এ রকম জায়গায় মামলা চলতে পারে না। আমার আইনজীবীরা আদালতে আসতে পারেন না। আদালতে তাদের বসার জায়গা নেই। গেট থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়। তারপরও এ কোর্ট চলতে থাকলে আমি আর এ আদালতে আসবো না। আপনারা আমাকে সাজা দিলে দিয়ে দেন।'

ঢাকার বিশেষ জজ-৯ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান বিষয়টি সমাধানের আশ্বাস দেন। 

আদালতে মওদুদ আহমেদ বলেন, ‘আপিল বিভাগে ঢুকতেও কোনো আইনজীবীকে খাতায় নাম লেখাতে হয় না। মোবাইল গেটে রেখে যেতে হয় না। অথচ এখানে ঢুকতে হলে খাতায় নাম লেখাতে হয়। গেটেই মোবাইল রেখে দেওয়া হয়। এটা কোনো উন্মুক্ত আদালত হলো?’

হাজিরা শেষে খালেদা জিয়া আদালত কক্ষেই কিছু সময় তার আইনজীবীদের সঙ্গে কথা বলেন। পরে তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়ার সময় সম্প্রতি হয়ে যাওয়া একাদশ জাতীয় নির্বাচন নিয়ে খালেদা জিয়ার কিছু বলার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে এখন কিছু বলবো না।’

এরপর তাকে হুইল চেয়ারে করে ফের কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়।

আগামী ১৩ জানুয়ারি এ মামলায় ফের চার্জ শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। ঐদিন মওদুদ আহমেদের পক্ষে চার্জ শুনানি অনুষ্ঠিত হবে।