প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে ভোটের মাঠ

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে পিরোজপুর-২ ভোটের মাঠ

প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে পিরোজপুর-২ ভোটের মাঠ

৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে ৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এরমধ্যে ১৪ দলীয় জোটের মনোনীত নৌকা প্রতীকে সাত বারের নির্বাচিত সংসদ সদস্য জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। আরেক হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী একসময়ের আনোয়ার হোসেন মঞ্জুর একান্ত ব্যক্তিগত কর্মকর্তা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পিরোজপুর-২ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকী ৫ জন প্রার্থীদের কেউ চিনেন না বলে জানিয়েছেন এ আসনের ভোটাররা। এই ৫ প্রার্থী হলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোহাম্মদ জাকির হোসাইন, গণ ফ্রন্টের মোহাম্মদ মাহাতাব উদ্দিন মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আবুল বাশার, বাংলাদেশ কংগ্রেস মোঃ ছগির মিয়া।

বিজ্ঞাপন

এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন প্রত্যাশী সবাইকে মনোনয়ন দিতে না পারায় স্বতন্ত্র-ডামি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে নির্বাচনকে গণমুখী ও উৎসবমুখর করতে আহবান জানান। তারই ধারাবাহিকতায় এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে নির্বাচন করছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ।

কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ ৩ উপজেলার প্রায় শতভাগ বর্তমান এবং সাবেক জনপ্রতিনিধি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সিংহভাগ এবং যুবসমাজকে প্রচার প্রচারণায় অংশ নিতে দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পক্ষে। 

বিজ্ঞাপন

স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, দলীয় প্রার্থী অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস মনোনয়ন প্রত্যাহার করায় নেতা-কর্মীরা এটা মেনে নিতে পারছেন না। তাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক স্বতন্ত্র প্রার্থীর প্রতীকের পক্ষে কাজ করছেন। ফলে হেভিওয়েট এ প্রার্থী বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে রয়েছেন ফুরফুরে মেজাজে।

স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ বলেন, এলাকার অবকাঠামো উন্নয়ন, কাউখালী নেসারাবাদে উন্নয়নের বৈষম্য দূর করে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে ৭ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমার বিশ্বাস।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমি পিরোজপুরে ৩২ বছর ধরে রাজনীতি করি। তাই এ আসনের মানুষ আমার বাইরে যাবে না।