মাদারীপুরের জনসভায় প্রধানমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাদারীপুরের জনসভায় প্রধানমন্ত্রী

মাদারীপুরের জনসভায় প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদারীপুরের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠের জনসভায় যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা মাদারীপুরের সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠের জনসভায় পৌঁছালে লাখো জনতা স্লোগানে স্লোগানে তাদের বরণ করে নেয়। এ সময় প্রধানমন্ত্রী ও তার ছোট বোন হাত নেড়ে জনতার অভিনন্দনের জবাব দেন।

জনসভায় সভাপতিত্ব করছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ। এতে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

বিজ্ঞাপন

প্রথমবারের মত মাদারীপুরে আসছেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে সকাল থেকেই জনসমুদ্রে পরিণত হয় সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে ও তার আশপাশের এলাকা।

এর আগে, দুপুর ২টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।