নিতে নয় দিতে এসেছি: ভূমিমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমি মন্ত্রিত্বের চেয়ার কখনো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি। সেটা চ্যালেঞ্জ করে বলতে পারি। আমার রাজনৈতিক জীবনের চেয়ে ব্যবসায়ী জীবন বেশি। আমি জাতিকে দিতে এসেছি, নিতে আসিনি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পশ্চিম চরলক্ষ্যা মৌলভীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি কখনো রাজনীতিতে আসতাম না, কিন্তু বাবার জানাজায় মানুষের ভালোবাসা দেখে রাজনীতিতে এসেছি। আমি মন্ত্রী হয়েছি ১০ বছর, আর ব্যবসা করি ৩০ বছর। আমি লন্ডনে পড়াশোনা করেছি, চেম্বার কমার্সের সভাপতি ছিলাম। আমরা পারিবারিকভাবে ব্যবসায়ী ছিলাম। 

এসময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনিসহ উপজেলার নেতাকর্মীরা।

বিজ্ঞাপন