ক্ষমতা নয়, জনগণের অধিকারের জন্য বিএনপির রাজনীতি: মঈন খান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার আদায়ে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির র‌্যালির আগে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা বলেন, সরকার যদি মনে করে উন্নয়নের জোয়ারে তারা দেশকে ভাসিয়ে দিয়েছে, তাহলে ক্ষমতা ছুড়ে ফেলে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিক। জনগণ তাদের ইচ্ছেমতো যাকে খুশি তাকে ভোট দিক। দেখা যাবে এ সত্যিকার নির্বাচনী খেলায় কে জেতে কে হারে।

তিনি আরও বলেন, প্রহসনের নির্বাচনী খেলা যেটা সরকার করছে, টাকা-পয়সা আদান প্রদান করে, আসন ভাগাভাগি করে একটি ভুয়া নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে, এটা কোনো নির্বাচন হতে পারে না। বিশ্বের যে দেশ গণতন্ত্র বিশ্বাস করে না সে দেশও বাংলাদেশের মতো প্রকাশ্যে ভোট চুরি করে না।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে মঈন খান বলেন, আসুন বিজয় দিবসে নতুন শপথ করি। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন ঠিক সেভাবেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনায় দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।