বিবেক দিয়ে কাজ করুন: পুলিশকে সেলিমা রহমান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

প্রশাসন ও পুলিশকে বিবেক দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশের জনগণ এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে।

রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার দিবস উপলক্ষে ‌বিএন‌পি আয়ো‌জিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ এখন বিশ্বে ১ নম্বর মন্তব্য করে সেলিমা রহমান বলেন, গত ১৫ বছর আমাদের নেতাকর্মীদের গুম খুন বিচার বি‌র্হিভূত হত্যা করা হয়েছে। গত ১ মাসে বিএনপির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কাউকে ঘরে ঢুকে গ্রেফতার করা হয়েছে, কারোর থেকে ঘুষ চাওয়া হয়েছে। নির্যাতন, গুম হত্যার শিকার পরিবার আজ এখানে জড়ো হয়েছে।

সরকার অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে নিজেদের লোক দাঁড় করিয়েছে উল্লেখ্য ক‌রে তিনি বলেন, গত ২৮ অক্টোবর সরকার ইচ্ছে করে সহিংসতা করে মহাসমাবেশ পণ্ড করেছে। সিনিয়র নেতাদের কারারুদ্ধ করেছে। বাবাকে না পেলে ছেলেকে, ছেলেকে না পেলে বাবাকে ধরে নিয়ে গেছে। বিশ্বের কোথাও এমন হয় না। আমি প্রশাসন ও পুলিশকে বিবেক দিয়ে কাজ করার আহ্বান জানাই।