১৪ দলের শরিকদের সঙ্গে বসেছেন শেখ হাসিনা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসেছেন জোটের প্রধান শেখ হাসিনা।

সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধ, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক আদর্শের ভিত্তিতে ২০০৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় ১৪ দলীয় জোট। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। নৌকা প্রতীকে নির্বাচনের নিশ্চয়তা পাওয়ার পর মনোনয়নপত্র জমা দেন জোটের নেতারা। তবে এবার একলা চল নীতিতে এগোচ্ছে আওয়ামী লীগ। এতে নাখোশ জোটের শরিকরা। এমন অবস্থায় জোটের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বসতে চায়। অবশেষে তাদের সেই অপেক্ষার অবসান হচ্ছে কাল।

বর্তমান সংসদে মহজোটের আসন ১০টি। এসব আসনে এবার আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এতে শঙ্কা তৈরি হয়েছে সমঝোতা না হলে এবং আওয়ামী লীগ মনোনীত হেভিওয়েট নেতারা মাঠে থাকলে শরিকদের পাস করে আসা কঠিন হবে। পাশাপাশি ডামি প্রার্থী হিসেবে ধরার মতোও নেতা নন তারা।