বিভাগীয় কমিশনার কার্যালয়ে আ.লীগের চিঠি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করার বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় বরাবর চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত একটি চিঠি প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

চিঠিতে জানানো হয়, মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আগামী ১০ ডিসেম্বর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ আয়োজন করবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তফসিল ঘোষণার পর ঢাকায় এটিই হবে আওয়ামী লীগের প্রথম সমাবেশ।

 

আরো পড়ুন: ১০ ডিসেম্বর ঢাকায় আ. লীগের সমাবেশ

 

প্রসঙ্গত, রোববার সকালে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে ইসির অনুমতি লাগবে।

তিনি বলেন, আওয়ামী লীগের ডাকা ১০ ডিসেম্বরের সমাবেশের বিষয়ে আচরণবিধি অনুযায়ী সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

এর আগে শনিবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ সমাবেশের কথা জানানো হয়।