বরিশাল আ. লীগ সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগের একাংশ। মিছিলে দলীয় শৃঙ্খলা পরিপন্থি বক্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরকে দল থেকে অপসারণ ও নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতকে মহানগর আওয়ামী লীগে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়।

শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় পাণি সম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ নির্বাচনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম ও সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারীরা নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ মিছিলের করে।

বিজ্ঞাপন

গত ২৮ নভেম্বর বরিশাল মহানগর আওয়ামী লীগের আয়োজনে নগরীর সোহেল চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইনের বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়।

এরই প্রতিবাদে মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরের অপসারণ দাবি ও মহানগর আওয়ামী লীগের কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি গঠনের দাবি জানান নেতাকর্মীরা। সমাবেশে মহানগর আওয়ামী লীগেরসহ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ্যাড. আনিস উদ্দিন শহিদ, এ্যাড, লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের উন্নয়ন সমাবেশে সভাপতি একেএম জাহাঙ্গীর সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি যে কথা বলেছেন তা সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে এমন কথা বলা সংগঠন বিরোধী। তাই তাকে মহানগর আওয়ামী লীগ থেকে অপসারণের দাবি জানান।

এর পূর্বে মহানগর আওয়ামী লীগেরসহ সভাপতি আফজালুল করীম গণমাধ্যম কর্মীদেরকে বলেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ একজন দামি ব্যক্তি হয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ডামি প্রার্থী হতে পারেন না। গত সিটি নির্বাচনে মহানগর ছাত্রলীগ নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করেছে এবং তারা নির্বাচনে কোনো কাজ করে নাই। মহানগর সভাপতি নৌকার মনোনয়ন নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান হয়ে তিনি নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম মনোনয়ন দিয়েছে তার বিরুদ্ধে মহানগর সভাপতি সরাসরি তার বিরুদ্ধে নেমেছে। তাই জাতীয় নির্বাচনে পূর্বে অভিলম্বে মহানগর আওয়ামী লীগ কমিটি ভেঙ্গে দেওয়া হোক যা আমরা সিটি নির্বাচনের সময় দাবি করেছি। মহানগর আওয়ামী লীগ কমিটি বহাল থাকে তাহলে তাহলে দ্বাদশ নির্বাচন অনেক ঝুঁকিতে থাকবে। আমরা চাচ্ছি এই আসন ঝুক মুক্ত রাখতে হলে অভিলম্বে মহানগর কমিটি ভেঙ্গে দেওয়া হোক।

প্রতিবাদ সমাবেশ শেষে নগরীতে এক বিক্ষোভ মিছিল বেড় করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনার এলাকায় এসে শেষ করে।