শিখরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সাকিব

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, মাগুরা
  • |
  • Font increase
  • Font Decrease

মনোনয়নপত্র জমা দিলেন সাকিব আল হাসান

মনোনয়নপত্র জমা দিলেন সাকিব আল হাসান

মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। 

বিজ্ঞাপন

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাইফুজ্জামান শিখর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিব আল হাসানকে মনোনয়ন দেওয়ার পর আমরা নির্বাচনী কার্যক্রম শুরুর প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা খুবই আশাবাদী যে সাকিবকে মাগুরা-১ আসন থেকে বিজয়ী করে এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।

একই সাথে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য ড. বীরেন শিকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু প্রমুখ।

এছাড়াও এখন পর্যন্ত মাগুরা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সিরাজুস সাইফিন সাঈফ, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল ইসলাম, মাগুরা-১ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ, মাগুরা-২ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী হায়দার আলী।