সিরাজগঞ্জে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সিরাজগঞ্জের ৬টি আসনে মনোনয়ন পেলেন যারা

সিরাজগঞ্জের ৬টি আসনে মনোনয়ন পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনেও নৌকার মাঝি নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩টি আসনে প্রার্থী পরিবর্তন করেছেন। সিরাজগঞ্জ-২, সিরাজগঞ্জ-৪ ও সিরাজগঞ্জ-৬ আসনে নতুন প্রার্থী দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলার মনোনয়ন প্রাপ্তদের মধ্যে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে মনোনয়ন পেয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মরহুম মোহাম্মাদ নাসিমের ছেলে বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে মনোনয়ন পেয়েছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে মনোনয়ন পেয়েছে বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।

আরো পড়ুন: পটুয়াখালীতে সাবেকরাই পেলেন নৌকার মনোনয়ন

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়ন পেয়েছে সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়ন পেয়েছে বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন পেয়েছে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম।

আরো পড়ুন: লক্ষ্মীপুরে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

এর আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনেনয়নপত্র জমা দেয়ার তারিখ নির্ধারণ ও আগামী বছর ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।