রংপুর-৩ আসনের মনোনয়ন ফরম নিলেন জিএম কাদের

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রংপুর-৩ (সদর) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। বনানী কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন উত্তোলন করেন স্ত্রী শেরিফা কাদের এমপি।

সোমবার (২০ নভেম্বর ) জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন দুপুরে চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন ফরম নেওয়া হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান বিগত কয়েকটি সংসদে (২০১৪ ছাড়া) লালমনিরহাট সদর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুর-৩ আসন থেকে হুসেইন মুহম্মদ এরশাদ বারবার এমপি নির্বাচিত হয়েছেন। এরশাদের মৃত্যুর পর আসনটি থেকে এমপি নির্বাচিত হন রওশন পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ। আসনটিতে নির্বাচনের বিষয়ে পার্টির চেয়ারম্যান জিএম কাদের খুবই আগ্রহী।

অন্যদিকে রওশন এরশাদও পুত্র সাদকে রাখতে বদ্ধপরিকর। বিগত উপনির্বাচনেও সময়েও বিষয়টি নিয়ে রশি টানাটানি হয়। আসনটি নিয়ে রওশন এরশাদ ও জিএম কাদের এর মধ্যে মতপার্থক্য রয়েছে বলে আগে থেকেই খবর পাওয়া যাচ্ছিল। চেয়ারম্যানের মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে বিষয়টি প্রকাশ্য হলো।