ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয় চান মমিন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিজ বাস ভবনে সাংবাদিক সম্মেলনে মমিনুল হক, ছবি: বার্তা২৪

নিজ বাস ভবনে সাংবাদিক সম্মেলনে মমিনুল হক, ছবি: বার্তা২৪

বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ৩০ ডিসেম্বর জনগণকে সাথে নিয়ে ভোটের মাঠে থেকে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনবেন বলে জানিয়েছেন চাঁদপুর-৫ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ীতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, ‘পুলিশ ও ডিবি মিলে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে। নেতাকর্মীদেরকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, তাদের পরিবারের সদস্যদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। পুলিশের সাথে ছাত্রলীগ যুক্ত হয়ে আমাদের নেতাকর্মী ও তাদের পরিবারের লোকজনকে গালাগাল, ঘর-বাড়ি ভাঙচুর ও লুটপাট করছে এবং ধানের শীষের সকল পোস্টার ছিঁড়ে ফেলে দিচ্ছে।’

এ সময় বিএনপি প্রার্থী তার বক্তব্যে দলীয় নেতাকর্মীদের হামলা মামলার ঘটনাগুলো তুলে ধরেন।

বিএনপির এই প্রার্থী দাবি করেন, ‘পুলিশ ও ডিবি আমার বাড়ির চারিদিকে প্রতিনিয়ত টহল দিচ্ছে। আমার বাড়িতে কোন লোক ঢুকলে বা বের হলেই পুলিশ ও ডিবি বিনা কারণে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। আমার চোখের সামনে থেকে পুলিশ ও ডিবি ১১ নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক মহলকে অবহিত করলে প্রশাসন কোন সদুত্তর দিতে পারেনি। প্রশাসনের এই নীরব ভূমিকা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলছে।’