ফের ইবরাহিমের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হামলায় ভাঙচুর করা গাড়ি, ছবি: বার্তা২৪

হামলায় ভাঙচুর করা গাড়ি, ছবি: বার্তা২৪

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ধানের শীষ প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের গণসংযোগে ফের হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ৮ নেতাকর্মী আহত এবং নয়টি গাড়ি ভাঙচুর করা হয়।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার ধলই ইউনিয়নের মনিয়া পুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হামলার বিষয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বার্তা২৪.কমকে বলেন, 'ধলই ইউনিয়নে গণসংযোগ শেষে গাড়িবহরে ফিরছিলাম। গাড়িটি মনিয়াপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে আসার পর স্লোগান দিয়ে ২০ থেকে ২২ জন যুবক গাড়িতে আক্রমণ করে। ওই সময় আমি গাড়ি থেকে নেমে একটি বাসায় প্রবেশের মাধ্যমে প্রাণ রক্ষা করি।'

হামলায় অন্তত পাঁচটি সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস ও প্রাইভেট কার ভাঙচুর করা হয়। অন্তত ৮ নেতাকর্মী আহত হয়েছেন বলে ইবরাহিমের দাবি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বেলাল উদ্দিন জাহাঙ্গীর বার্তা২৪.কমকে বলেন, 'হামলার বিষয়টি প্রার্থী নিজে আমাদের ফোন করে জানিয়েছেন। এরপরই ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ পাঠানো হয়েছে।'

এর আগে ২৪ ডিসেম্বর ইবরাহিমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছিল।