খালেদার রায় শুনে কাঁদলেন রিজভী

  • সেন্ট্রাল ডেস্ক ১
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের খবর শুনে আবেগে কাঁদলেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রায় ঘোষণার পরই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। রায়ের প্রতিক্রিয়ায় রিজভী জানান, "এ রায় চাকরি ধরে রাখার জন্য করা হয়। যাদের জন্য চাকরি বেঁচে থাকবে তাদের পছন্দমত রায় দেয়া হয়েছে।" তিনি আরও বলেন, যে নেত্রী দেশের জন্য কাজ করেছেন, তাকেই এভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি এ মামলার তীব্র নিন্দা জানান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বয়স ও সামাজিক অবস্থান বিবেচনায় বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তারেকসহ ৫ জনের বিরুদ্ধে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই রায় দেন। এর মধ্যে তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং কামাল উদ্দিন সিদ্দিকী এবং মমিনুর রহমান পলাতক রয়েছেন। গত ২৫ জানুয়ারি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন -দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়াসহ মোট ৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার রায়ে সন্তুষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবিরা।