বিএনপি-জামায়াত ছাড় পেলে স্মার্ট বাংলাদেশ তৈরি হবে না: আরাফাত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

বিএনপি-জামায়াতকে ছাড় দেওয়া যাবে না। এরা ছাড় পেলে স্মার্ট বাংলাদেশ তৈরি হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ আলী আরাফাত বলেন, আমরা আজকে স্মার্ট পার্কিং নিয়ে ভাবছি আর তারা দেশকে পিছিয়ে নেয়ার জন্য প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সূর্য পূর্ব দিক থেকে উঠলে তারা ছড়াচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে। সারাদেশে-বিদেশে মানুষকে কনফিউজ করছে।

তিনি বলেন, আমরা চাচ্ছি সুরক্ষা দিতে আর আমাদের প্রতিপক্ষ যাচ্ছে ধ্বংসের দিকে। এছাড়াও বিদেশি শক্তিদের সব ধরনের ভায়োলেন্স করে বিএনপি। যারা আজকে হরতাল-অবরোধ ডাকছে, জনগন তাদের সাথে নাই। তারা গাড়ি জ্বালিয়ে দিচ্ছে। মানুষের মধ্যে ভিতি সৃষ্টি করছে। তারা ঢাকাকে বিচ্ছিন্ন করতে চায়। বিএনপি বাস জ্বালিয়ে দিচ্ছে। মানুষের উপর আক্রমণ করছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মানুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।