বিএনপির সমমনাদের হরতালের ডাক

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির সাথে তাল মিলিয়ে রোববার সারা দেশে হরতালের ঘোষণা দিয়েছে ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ।

শনিবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক দফা দাবিতে আয়োজিত গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামীকাল থেকে চূড়ান্ত লড়াই শুরু হবে। রাস্তাঘাটে বেরিয়ে আমাদের লড়াই শুরু করব। আওয়ামী লীগের তাণ্ডবলীলার প্রতিবাদে আগামীকাল সারাদেশে হরতাল পালন করা হবে।

অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী  সরকারের অধীনে নির্বাচন, সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার এক দফা দাবিতে এ গণসমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।

বিজ্ঞাপন