বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের বিষয়টি চিন্তা করবে আ. লীগ: কাদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের বিষয়টি চিন্তা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির সঙ্গে যদি কোনো সংলাপ করতেই হয় তাহলে শর্ত কীসের উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শর্তযুক্ত কোনো সংলাপে আমাদের কোনো চিন্তা নেই ।

বিজ্ঞাপন

রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি তাদের শর্ত প্রত্যাহার করে তখন দেখা যাবে। লেভেল প্লেয়িং ফিল্ড ও শান্তিপূর্ণ নির্বাচন বিএনপির এসব দাবিতে আমাদের কোনো দ্বিমত নেই।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল যে পাঁচটি পরামর্শ দিয়েছেন সেগুলোতেও কোনো দ্বিমত নেই বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাদের সংবিধানে যে বিধিবিধান আছে, সেগুলো মেনেই নির্বাচন হবে। অন্য সাংবিধানিক রাষ্ট্র যেভাবে নির্বাচন করে সেভাবে করা হবে।

নির্বাচনকালীন একটা সরকার হতে পারে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। চলমান মন্ত্রী পরিষদ থাকবে কি থাকবে না– শিডিউল ঘোষণা হলে এটি করা হবে। এর সব সিদ্ধান্তই প্রধানমন্ত্রী দেবেন বলেও জানান ওবায়দুল কাদের।