তেল, চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে: সেতুমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অচিরেই তেল, চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে। এর জন্য প্রধানমন্ত্রীর ওপর আস্তা রাখতে বলেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে সোনারগাঁও থানা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সামনে জিনিসপত্রের দাম কমে আসবে বলে আভাস দিয়ে তিনি বলেন,  ‘অচিরেই তেল, চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। তার ওপর আস্থা রাখেন। তিনি দিনরাত পরিশ্রম করে চলেছেন।’

নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ ভুল করবেন না। প্রধানমন্ত্রী এ নারায়ণগঞ্জকে অনেক দিয়েছেন। আশা করি নারায়ণগঞ্জবাসী এর প্রতিদান দেবেন।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন ঢাকাকে অচল করে দেবেন। আমরা বলতে চাই, দেশের মানুষই আগামীতে বিএনপিকে অচল করে দেবে। এ নারায়ণগঞ্জই যথেষ্ট বিএনপিকে রুখে দিতে।’

তিনি আরও বলেছেন, ‘এখন কোয়ার্টার ফাইনাল, সামনে সেমিফাইনাল, ফাইনাল হবে জানুয়ারিতে। এবার খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে।’

সেতুমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম বলেন- আওয়ামী লীগের সময় শেষ। কিন্তু প্রকৃত সত্য হলো- বিএনপি ও ফখরুলদের সময় শেষ। আপনারা মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বাদ দেন। তত্ত্বাবধায়ক সরকার মরে এখন ভূত হয়ে গেছে। এ ভূত মাথা থেকে নামান। এটা এখন কবরস্থানে শায়িত। নির্বাচনে আসনে। নাহলে সব হারাবেন।’

‘জো বাইডেনের দুটি সেলফিতে বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতে জি সম্মেলন ও আমেরিকাতে নৈশভোজে প্রধানমন্ত্রীর সাথে সেলফিতে সব পরিষ্কার হয়ে গেছে। তাই এখন বিএনপির জ্বালা। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেস, একদিনে শতাধিক সেতু উদ্বোধনে বিএনপির অন্তর্জ্বালা হয়ে গেছে। বিএনপির সাথে আর কোনো সমঝোতা চলবে না। জনগণের শত্রুর সাথে আওয়ামী লীগ কোনো সমঝোতা করবে না।’