খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ তিন নেতা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় হাসপাতালে যান তারা।

বিজ্ঞাপন

এসময় তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে দুপুর পৌনে ১টায় হাসপাতাল ত্যাগ করেন তারা।

এর আগে সোমবার (৯ অক্টোবর) সকালে মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকী জানিয়েছেন, বেগম খালেদা জিয়া যেকোনো সময় মারা যেতে পারেন। খালেদা জিয়া মূল চিকিৎসা পাচ্ছেন না। লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তার। আমরা যে চিকিৎসা দিচ্ছি তা তাৎক্ষণিক।

বিজ্ঞাপন

আরও বলেন, বর্তমানে খালেদা জিয়ার যে অবস্থা তাতে উনার মৃত্যুঝঁকি অনেক বেশি। লিভার প্রতিস্থাপনের জন্য জরুরিভিত্তিতে বিদেশে নেওয়া দরকার।

গত ৯ আগস্ট থেকে চিকিৎসাধীন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তার স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি নেই। বরং দিন দিন অবস্থার অবনতি হচ্ছে। মাঝে-মধ্যেই তার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। নিতে হচ্ছে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)।