শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: পর্যবেক্ষক দলকে বিএনপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে ঢাকায় সফররত মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলকে জানিয়েছে বিএনপি।

পর্যবেক্ষক দলটির সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক শেষে সোমবার (৯ অক্টোবর) সকাল সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, বাংলাদেশের নির্বাচন সারা বিশ্বে প্রশ্নবিদ্ধ। দেশের মানুষ অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এর আগে ইইউ এসেছিল, যুক্তরাষ্ট্রও একই উদ্দেশ্য নিয়ে এসেছে। কথা একটাই, আন্তজার্তিক মানের বিশ্বাসযোগ্য নির্বাচন।

আমীর খসরু বলেন, আমরা বলেছি, শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এখন বড় ভোট চুরি আরও পাকাপোক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এক দফা দাবিতে অটল আছি জানিয়ে তিনি আরও বলেন, নিরপেক্ষ সরকারের দাবি বিএনপির একার নয়, দেশের জনগণের। তত্ত্বাবধায়ক ও নিরপেক্ষ সরকারের মধ্যে ব্যবধান নেই।

বর্তমান সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেই বিশ্বের গণতান্ত্রিক দেশ, জাতিসংঘ, মানবাধিকার সংগঠনের নজর বাংলাদেশে বলেও মন্তব্য করেন খসরু।

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় পৌঁছে। প্রতিনিধিদলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন- মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

জানা যায়, প্রতিনিধিদলটি বাংলাদেশের আইন অনুযায়ী এবং ২০০৫ সালে জাতিসংঘে সই করা আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা’র সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মূল্যায়ন পরিচালনা করবে। কার্যক্রম শেষে প্রতিনিধিদল তাদের মূল অনুসন্ধান, নির্বাচন-পূর্ব পরিবেশ বিশ্লেষণ এবং নির্বাচনের প্রতি নাগরিকদের আস্থা বৃদ্ধির জন্য ব্যবহারিক সুপারিশসহ একটি বিবৃতি প্রকাশ করবে।