বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামায়াতে ইসলামীর আমিরসহ গ্রেফতার সব নেতাকর্মীদের মুক্তি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ‘আলেম-উলামাদের’ মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে শহরের নূরানি মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে চারমাথা গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জামায়াত নেতা মাওলানা শহিদুল ইসলাম, আব্দুল হামিদ বেগ, শ্রমিক নেতা আজগর আলী প্রমুখ।

বক্তারা দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। সেই সঙ্গে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মী ও আলেম-ওলামার মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

বিজ্ঞাপন