‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়িয়েছে দেশ’

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা ২৪.কম চট্টগ্রাম 
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়িয়েছে দেশ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়িয়েছে দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বমঞ্চে আত্মমর্যাদার সাথে মাথা তুলে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাতের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মেয়র বলেন, ‘মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম ফিরে দেখি পুরো শহরটাকে শ্মশান বানিয়ে ফেলেছে পাকিস্তানিরা। এ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছিল তখন একাত্তরের পরাজিত শক্তি ঘটালো অগাস্টের নারকীয় হত্যাকাণ্ড।’ 

তিনি আরও বলেন, 'অগণতান্ত্রিক শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে দেশে মানুষের ভাতের অধিকার-ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার জন্ম না হলে, পনের আগস্ট তিনি বেঁচে না গেলে হয়তো আমরা সার্বভৌমত্ব হারাতাম। উনার নেতৃত্বে দেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখন পশ্চিমারা নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে, পশ্চিমাদের সব বাধা উপেক্ষা করে প্রধানমন্ত্রী পদ্মা সেতু গড়েছেন, আমাদের স্বপ্ন দেখাচ্ছেন উন্নত স্মার্ট বাংলাদেশের বাসিন্দা হওয়ার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ।'

সভায় প্যানেল মেয়র আফরোজা কালাম বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। জনগণ এক থাকলে কোনো অপশক্তিই দেশের উন্নয়নের ধারাবাহিকতায় বিঘ্ন ঘটাতে পারবেনা।’

সভাপতির বক্তব্যে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব খালেদ মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার পরিকল্পনা নিয়েছেন, তা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনার শ্রম ও সাহসের উপর ভর করে আজ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ।,  

এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, কাউন্সিলর  হাসান মুরাদ বিপ্লব,  আবুল হাসনাত বেলাল, আবদুল মান্নান, আবদুস সালাম মাসুম প্রমুখ।