নারায়ণগঞ্জে মঞ্চ হয়নি, ট্রাকে ঐক্যফ্রন্টের জনসভা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা স্কুল মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় মঞ্চও তৈরি করতে পারেনি। অভিযোগ হিসেবে বলা হচ্ছে, তাদের করতে দেওয়া হয়নি।

শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুর ২ টার সময় উপজেলার সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে আয়োজন করার কথা ছিল। কিন্তু সেখানে করতে পারেনি ঐক্যফ্রন্ট। এর বিকল্প হিসেবে সোনাকান্দা স্কুল মাঠে সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, একটি মিনি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করে সভার কার্যক্রম চলছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/21/1545390965961.jpg

সভার শুরুতে নারায়ণগঞ্জ ৫ আসনের ধানের শীষ প্রার্থী এস এম আকরাম বলেন, মাইক, চেয়ার আনতে দেয় নাই। আমাদের বাধা দেওয়া হয়েছে, চাপ দেওয়া হয়েছে। তার পরও অনেক চেষ্টা করেও মঞ্চ বানাতে পারি নাই, আমাদের চেয়ার পর্যন্ত আনতে দেওয়া হয় নাই।

এদিকে মাঠের আশেপাশে সাদা পোশাকে ডিবি পুলিশ, পোশাক পড়ে পুলিশ অবস্থান নেয়।

সভায় উপস্থিত রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী সহ স্থানীয় নেতা কর্মীরা।