বগুড়ায় জামায়াতের বিক্ষোভ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় শহরের নুরানী মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চারমাথা এলাকায় গিয়ে শেষ হয়।
বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে শহর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, উপ-শহর থানা আমির আব্দুল হামিদ বেগসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি , জুলুম-নিপীড়নের ফলে গোটা জাতি আজ বিক্ষুব্ধ। দেশের মানুষ আওয়ামী লীগকে এক মুহুর্তও ক্ষমতায় দেখতে চায় না। তাই অবিলম্বে সরকার পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ইসলাম এবং দেশের জন্য ক্ষতিকর। সরকার বিনা কারণে জামায়াত নেতা ডা. শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ জামায়াত-শিবিরের অসংখ্য নেতাকর্মীকে কারারুদ্ধ করে রেখেছে। অবিলম্বে আমিরে জামায়াতসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয় সমাবেশ থেকে।