আ. লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

শান্তি ও উন্নয়ন সমাবেশের মধ্য দিয়ে বিএনপির সরকার পতন আন্দোলন মোকাবিলায় রাজপথে থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাত দিনের কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ যৌথভাবে এই ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’র আয়োজন করেছে।

বিজ্ঞাপন

সমাবেশে আওয়ামী লীগের ঢাকা উত্তর ও দক্ষিণ ইউনিট, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিচ্ছে।

এর আগে, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির সাথে সাথে আওয়ামী লীগও রাজপথে থাকবে বলে ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী আগামী ৪ অক্টোবর পর্যন্ত সমাবেশ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের কর্মসূচি আছে ক্ষমতাসীন দলটির।

প্রসঙ্গত, এক দফার দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট আগামী ৫ অক্টোবর পর্যন্ত নানা কর্মসূচি পালন করছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।