সরকার বিএনপির যাত্রা রোধ করতে চাচ্ছে: মির্জা ফখরুল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পেশাজীবীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা/ ছবি: বার্তা২৪.কম

পেশাজীবীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা/ ছবি: বার্তা২৪.কম

ধানের শীষের গণজোয়ার দেখে সরকার নতুন নতুন চক্রান্ত ও অপকৌশল করে বিএনপির যাত্রা রোধ করতে চাচ্ছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘যতই দিন যাচ্ছে ততই আওয়ামী লীগ বুঝতে পারছে যে, ধানের শীষের জোয়ার উঠছে, জনগণ ধানের শীষের পক্ষে যাচ্ছে, ততই তারা নতুন নতুন চক্রান্ত, অপকৌশল করে এই যাত্রাকে রোধ করে দিতে চাচ্ছে। বিএনপির অনেক প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে।’

‘দু:খজনক হলেও সত্য, অত্যাচার-নির্যাতনের হাতিয়ার হিসেবে আওয়ামী লীগ আদালতকে ব্যবহার করছে। এর পরেও দমে যাইনি। আমাদের কাজ করে যাচ্ছি। কল্পনাও করতে পারবেন না, কিভাবে আমরা টিকে আছি। টিকে আছি একমাত্র মানুষের সমর্থনে। জনগণকে সঙ্গে নিয়েই এই ষড়যন্ত্র মোকাবেলা করবো।’

তিনি বলেন, ‘এই নির্বাচন খুবই অত্যান্ত গুরুত্বপূর্ণ। কেননা এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে আমরা কি গণতান্ত্রিক থাকবো নাকি পুরোপুরিভাবে এক নায়কতন্ত্রে বা স্বৈরতন্ত্রে চলে যাবো।’

বিএনপি নকল ব্যালট পেপার তৈরি করবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, 'যেটা উনি (প্রধানমন্ত্রী) করবেন সেটা আগেই বলে দেন। চোরাই ব্যালট ছাপানোর কথা বলেছেন। ব্যালটতো ছাপাবেন আপনারা। কারণ ব্যালট ছাপানোর অধিকার আপনাদের। আর ছাপানো হয়েই গেছে।’

‘আশঙ্কা নিয়েই আমরা ভোট দিতে চাই, সেই ভোটটাই তো দিতে দিচ্ছেন না। সুতরাং এই কথাগুলো বলে জনগণকে বিভ্রান্ত করে আরেকটি অপকর্ম করার যে ঘোষণা আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দিয়েছেন, সে জন্য আপনাকে ধন্যবাদ।'